পটুয়াখালীর দুমকীতে করোনা (কোভিড-১৯) এ নারী চিকিৎসক আক্রান্ত।

পটুয়াখালীর দুমকীতে করোনা (কোভিড-১৯) এ নারী চিকিৎসক আক্রান্ত।

রিপন,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী উপ সহকারী স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন । সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০শে এপ্রিল ঐ উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তার দ্বিতীয় পর্যায়ে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিলো। দ্বিতীয় বারের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। গতকাল ২১শে এপ্রিল রাত ১১ টায় রিপোর্ট দুমকিতে এসে পৌঁছায়। তিনি দুমকিতে করোনায় হয়ে মারা যাওয়া দুলাল চৌকিদারকে প্রাথমিকভাবে প্রাইভেট চেম্বারে চিকিৎসা প্রদান করা উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তার স্ত্রী। পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আক্রান্ত ওই নারী উপ সহকারী স্বাস্থ্য কর্মকর্তা সুস্থ আছেন। তাঁকে আইসোলেশনে পাঠানো হবে। উল্লখ্য, গত ১১ই এপ্রিল হোম কোয়ারেন্টাইনে থাকা ঐ উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তাসহ দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তখন তার রিপোর্ট নেগেটিভ হয়েছিল।